অনলাইন ডেস্ক : দেশে দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার (১০ জুন) পর্যন্ত ৭৪ হাজার ৮৬৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। আক্রান্ত রোগীর মধ্যে মোট মৃত্যু হয় ১ হাজার ১২ জনের।
আক্রান্ত রোগীর মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী। মোট মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যাই বেশি। যার শতকরা হার ৫৫ শতাংশ। আর মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রোগীর সংখ্যাই বেশি।
সূত্র জানায়, আক্রান্ত রোগীদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সের ৩ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সের ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ১১ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সের ০ দশমিক ৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সের ১ দশমিক ৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ৩ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ৮ দশমিক ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ দশমিক ৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ২৯ দশমিক ৬২ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৩৮ দশমিক ৯০ শতাংশ রোগী মারা গেছেন।