নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ও গাবুরা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খুলনা জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার ৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা ও মহানগরের পক্ষেবিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, খুলনা মহানগর জাসাসের আহ্বায়ক মেহেদি হাসান দিপু, খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল, মোহাম্মদ আলী, শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাসুদুল আলম চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যড, আব্দুস সালাম,জেলা মহিলা দলের সদস্য নুরজাহান পারভিন ঝর্না।,সাতক্ষীরা জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামান, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি নেতা জামিরুল ইসলাম বাবু, আব্দুর রশিদ, মফিজুর রহমান, আকতার ফারুক, গাবুরা ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল ইসলাম মিলন, জি এম কওসার আলি, মোস্তাফিজুর রহমান রিপন, মেহেদি হাসান টুটুল, শাহাজাহান সিরাজ, আমিনুর রহমান প্রমুখ।
এসময় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনি করোনায় এবং আম্ফানে মৃত্যুদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া করোনা থেকে বাঁচতে সাবধনতা অবলম্বনের অনুরোধ জানান।
পূর্ববর্তী পোস্ট