ডেস্ক রিপোর্ট: “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” এর সহায়তায় বাঁধনের ২২তম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” এর অর্থায়ন ও সহযোগিতায় “বাঁধন সাতক্ষিরা সরকারি কলেজ শাখা” এর উদ্যোগে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পান এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার ৭০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সদ্য সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আশাশুনি, সাতক্ষীরায় ৭০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারের বাঁধন কর্মীদের নিরলস শ্রমে ৭০টি পরিবারের প্রত্যেকটিকে ১০কেজি চাল, ১কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১কেজি চিনি, ৫প্যাকেট স্যালাইন, ১টি সাবান ও ১ টি কাপড় ধোয়া সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন “বাঁধন সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারের” উপদেষ্টা মাহমুদুন্নবী,খাইরুচ্জামান (রকি) বর্তমান আহ্বায়ক আব্দুল্লাহ আলমামুন (রনি), সদস্য সচিব গালিব, সদস্য শাওন, আমানুল্লাহ আমান, আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল বাঁধন ইউনিট এর সাবেক সাধারন সম্পাদক রায়হানুল ইসলাম।