‘বাহুবলী’র যুদ্ধে লণ্ডভণ্ড বক্সঅফিস! মুক্তির প্রথমদিন থেকেই তাক লাগানো বাহুবলীর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ছবির ইতিহাস। ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এ ছবিটি মাত্র তিন দিনেই ঘরে তুলেছে ৫৪০ কোটি রুপি! মুক্তির তৃতীয় দিনে যা সর্বকালের সেরা অর্জনের রেকর্ডও!
এসএস রাজমৌলির পরিচালিত এ ছবিটির সিন্দুক এখন থৈ থৈ করছে ভারতের প্রেক্ষাগৃহের ৪১৫ আর সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও আমেরিকা থেকে পাওয়া ১২৫ কেটি রুপিতে! সব মিলিয়ে- ৫৪০ কোটি রুপি।
এদিকে ভারতীয় বক্সঅফিসের পুরনো অধ্যায়গুলো জানাচ্ছে, তাদের সর্বাধিক ব্যবসাসফল ছবি আমির খানের ‘পিকে’ (৭৯২) ও ‘দাঙ্গাল’ (৭৩০)। এরপরই আছে বাহুবলীর প্রথম কিস্তি ‘বাহুবলী দ্য বিগেনিং’। এটির আয় ৬৫০ কোটি রুপি।
মোট মিলিয়ে যা জানান দেয় তা হলো- ‘বাহুবলী-২’ এর জন্য এগুলো রেকর্ড এখন ‘ছেলেখেলা’ মাত্র। অনেকই ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি এগুলো রের্কড ধুলিসাৎ করে দেবে। এমনকি এ সপ্তাহেই এটি ১ হাজার কোটির ঘরেও লাফ দিতে পারে! আর তা হলে ‘বাহুবলী’র বাহুবলী-কাটাপ্পা রণক্ষেত্রের ফল হবে আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি।
উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায় শুক্রবার। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ।