প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ওয়ার্কিং আই, টিস্যলিউশন অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল নারিকেলতলা মোড় সংলগ্ন সাতক্ষীরার ওয়ার্কিং আই, টিস্যলিউশন অফিসের করোনা কালিন সকল স্বাস্থবিধি মেনে ঘরোয়া পরিবেশে স্বল্প পরিসরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্র প্রতিষ্ঠানের পরিচালক (আই,টি)গোলাম মোস্তফা(রনির) নেতৃত্বে উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রতিষ্ঠানের স্থায়ী সভাপতি মোঃ মোজাফ্ফার রহমান। সার্বিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) মোঃ ওবায়দুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃওয়াজেদ আলী সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তা আহসান করিব। র্যাংক্স মটর সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক আক্তার হোসেন, গিলবারকো পেট্রোল পাম্প বাংলাদেশ লিঃএর সিনিয়র প্রকৌশলী আসিফ আদনান (লিটন), ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক র্কিং কুশখালীশাখার প্রোপ্রইটর নাসিম রেজা(ইমন), বিশিষ্ট ব্যবসায়ী আকাশ ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধীকারী আরিফুজ্জামান (আরিফ), মোয়াজ্জেম হোসেন (বাবু), মাজেদ আলী প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যের মধ্যে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা তুলে ধরেন। তিনি বলেন প্রতিটি গ্রাম কেশহরে রুপান্তরিত করতে পারলেই বাংলাদেশ শতভাগ ডিজিটালাইজড হবেই। পরিশেষে বিশ্ববাসির করোনা থেকে মুক্তি, অত্র প্রতিষ্ঠানের উত্তরত্তর সমৃদ্ধি ও প্রতিষ্ঠান পরিচালক (আই,টি) গোলাম মোস্তফা (রনি) ও পরিচালক (প্রশাসন)মোঃ ওবায়দুল্লাহর দীঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট