প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের ভুমিহীন সমিতি আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজনগর দাখিল মাদ্রাসা চত্বরে জেলা ভুমিহীন সমিতির সিনি:সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি শেখ শওকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নুরুল হোসেন, আগরদাড়ী ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সেলিম হোসেন প্রমূখ। এসময় বক্তরা বলেন করোনা ভাইরাস থেকে মুক্ত পেতে সবাই সামাজিক দুরত্ব বজায় থাকবেন ও স্বাস্থ্য বিধি মেনে চলবেন। বক্তরা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন আমার দেশে একজনও গৃহহীন থাকবে না। আমরাও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়ন হবে। কিন্তু কতিপয় কিছু প্রভাবশালীদের ও কিছু ঘুষখোর কর্মকর্তাদের সহযোগিতায় এই এলাকার কতিপয় ভূমিদস্যুরা এখনো শত শত বিঘা সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করে খাচ্ছেন। ভূমিহীনরা সরকারী সুবিধাভোগী ন্যায্যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা অবিলম্বে ওই সব ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার পূর্বকসহ সরকারী সুবিধাভোগী প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্টনের দাবি জানান বক্তারা। আলোচনা সভায় সকলের সর্বসম্মিলিত ক্রমে মিজানুর রহমান আহবায়ক, মোমরেজ সদস্য সচিব, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, বাবর আলি, রুবেল, মর্জিনা খাতুন ও রাবেয়া বেগমকে সদস্য করে ১৫ সদস্য লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এসময় ভূমিহীন সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট