কালিগঞ্জ প্রতিনিধি : কিশোরী প্রতিবন্ধীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় অফিসার্স কল্যান ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কিশোরী প্রেজেক্ট নারীকণ্ঠ উন্নয়ন সংস্থার অায়োজনে ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিঅারঅার) সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অাব্দুস সেলিম। নারী কন্ঠ প্রকল্পের সহকারি পরিচালক মনোয়ারা মনোয়ারা খাতুনের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমারনদাশ বাচ্ছু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক অালহাজ্ব ওয়াজেদ অালী, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোসলেম অালী, নবযাত্রার এমসিএইচএন অফিসার লিনা হেলেনা গোমেজ। নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রোজেক্টের উপজেলা সুপারভাইজার নাফিজা খাতুনের পরিচালনায় কর্মশালায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম মুজিবুর রহমান। কর্মশালায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ ২৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। উল্লেখ্য এই প্রকল্পের অাওতায় কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলার ১৬ টি ইউনিয়নের কিশোরী প্রতিবন্ধীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। #