দেবহাটা ব্যুরো : দেবহাটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। পরে ভ্যাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম ঐ কন্যার পিতাকে নগদ টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলা সদরের মৃত আজিবর রহমানের ছেলে বিলায়েত হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া হচ্ছে। তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশনা মোতাবেক উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। সেসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম কন্যার পিতা বেলায়েত হোসেনকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেনা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম জানান, বাল্য বিবাহ একটি সামাজিক সমস্যা ও আইনানুগভাবে অপরাধ। আমাদের সমাজ থেকে এই সামাজিক ব্যধি দূর করতে তিনি সকলের সচেতনতাবোধ তৈরীর আহবান জানান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট