পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের প্রধান সড়কে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। কয়েকটি ইউনিয়নের কেন্দ্রে অবস্থিত প্রতিদিনের বাজার হওয়ার কারনে বাজার গামী সাধারণ মানুষ সহ যানবাহন চলাচলের এই রাস্তাটি জলাবদ্ধতার কারনে নানামুখি সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, নুরনগর বাজারে ঢুকতে নুরনগর পাল পাড়া থেকে শুরু করে বাজার দূর্গা মন্দির পর্যন্ত মেইন রাস্তার উপর পানি জমার কারনে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান নুরনগর বাজারের কিছু স্থানে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেন রাস্তা ছাড়া উচু হওয়ায় ড্রেন দিয়ে পানি নিস্কাশন হয় না বরং ড্রেনে জমে থাকা দূর্গন্ধ পানি রাস্তায় এসে জমা হয়। সামান্য বৃষ্টি হলেই প্রতিনিয়ত পানি জমছে ঐ স্থান গুলোতে। কার্পেটিং রাস্তাটি সব সময়ই কাদা মাটিতে ভরে আছে। স্থানীয় দোকানদারদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ইউনিয়ন পরিষদ এর তদারকিতে কিছু ড্রেন নির্মান হলেও নাম মাত্র কাজে লাগছে সে গুলো। তিনি আরও বলেন জলাবদ্ধতার কারনে আবর্জনা পঁচে গিয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে অত্র এলাকায় এবং কার্পেটিং রাস্তার উপর পানি জমায় ঐ স্থান গুলোতে পিচ উঠে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে। যানবাহনের চাকায় দূর্গন্ধযুক্ত পঁচা কাদা মাটি ও পানি ছিটকে পথচারিদের জামা কাপড়ে লেগে রোগ জীবানু ছড়াচ্ছে বলে দাবী তাদের। এছাড়া জলাবদ্ধতার কারনে ঐ স্থানে যানজটের সৃষ্টি হয় বলে জানান প্রত্যাক্ষদর্শীরা। জলাবদ্ধতা নিরশন না হলে বড় ধরনের যানবাহন দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসি। এমতাবস্তায় উক্ত এলাকার পানি নিস্কাশনের জন্য সুপরিকল্পিত ভাবে ড্রেন নির্মানের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসি।