কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ‘মুজিব বর্ষের আহ্বান তিনটা করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্যামনগর উপজেলা তাঁতীলীগের আহবানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর সরদারবাড়ী পান্জেগানা জামে মসজিদ প্রাঙ্গন সহ বিভিন্ন পতিত জায়গায় গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার সকালে কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদের নেতৃত্বে সরদার বাড়ী পান্জেগানা মসজিদ এবং এর আশে পাশে সহ ওই এলাকায় অসহায়দের বাড়িতে বাড়িতে যেয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল গাফফার হোসাইন, সদস্য সচিব আল আমিন বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুসা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছাত্তার সরদার, মজিবর রহমান, সরদার বাড়ি পান্জেগানা মসজিদের ইমাম হযরত আলী সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।