পাকিস্তানের সঙ্গে ২০১৪ সালে করা সমঝোতা চুক্তিকে (এমওইউ) শুধুমাত্র একটি চিঠি আখ্যা দিয়ে পিসিবির আইনি নোটিশের প্রতিক্রিয়া জানাল ভারত ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। এটাকে কোনও চুক্তি নয় উল্লেখ করে তারা জানিয়েছে, ভারত সরকারের অনুমতি মিললেই হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।
ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেছেন, পিসিবির সঙ্গে চুক্তির ধরন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হলে ভারত সরকারের কাছ থেকে অনুমোদন দরকার বিসিসিআই’র।
দুই দেশের রাজনৈতিক অস্থিরতা যে ক্রিকেটেও প্রভাব ফেলছে সেটা স্পষ্ট অমিতাভের বক্তব্যে, আমি নিশ্চিত করতে পারি এটা সেই বিষয় যার জন্য সরকারের অনুমতি পেতে হবে। একটা বিষয় অবশ্যই জানাতে হবে যে পাকিস্তানের সঙ্গে এফটিপির কথা উল্লেখ করে গত মার্চে সরকারের কাছে লিখিত দিয়েছিল বিসিসিআই। তাদের কাছ থেকে কোনও বক্তব্য না শোনা পর্যন্ত আমি মন্তব্য করতে পারি না। ক্রিকেটের কথা ভেবে এ চুক্তিকে সম্মান জানানোর চেষ্টা দুপক্ষই করেছে। সূত্র- ক্রিকইনফো