শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দীর্ঘদিন ধরে প্রভাবশালী ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ। কৈখালী ইউনিয়ন এর মেন্দিনগরে লোকালয়ে বালু উত্তোলন চলছে দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে। ভূগর্ভস্থ থেকে প্রাকৃতিক সম্পদ বালু উত্তোলন চললেও দেখার কেউ নেই। সরেজমিনে গেলে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন এক মাসেরও অধিক সময় ধরে এলাকায় চারটের বেশি পুকুর ভরাট করেছে প্রভাবশালী এক অবৈধভাবে বালি উত্তোলনকারী আনসার আলী। সুন্দরবন উপকূলীয় ও ভারতীয় সীমানা বেষ্টিত ইউনিয়ন কৈখালী বিভিন্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই বালু উত্তোলন করে আসছেন এই আনসার আলী। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ও ছাত্ররা অভিযোগ করে বলেন বিভিন্ন সময়ে শ্যামনগর, নূরনগর, ও রমজান নগর থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় অনেকেই আসলেও ম্যানেজ করে ফেলে অবৈধভাবে বালি উত্তোলন কারী আনসার। কয়েকদিন আগে ভূমি কর্মকর্তার অফিস থেকে এসে বন্ধ করে দিয়ে গিয়েছিল বালি উত্তোলন। কিন্তু থেমে থাকেনি আবারো উত্তোলন শুরু করেছে বালি। ইতিমধ্যে কয়েক বছর ধরে কয়েকবার জরিমানা দিয়েছে এই অবৈধভাবে বালু উত্তোলন কারি আনসার সে বলে আমার হাত অনেক লম্বা প্রশাসন আমার কিছুই করতে পারবে না আমি আমি সবাইকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছি। কিন্তু সরেজমিনে দেখা গেছে স্থানীয় ব্যক্তিদের কে ভুল বুঝিয়ে প্রভাবশালী ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এই অবৈধ বালু উত্তোলন করেন তিনি। রবিবার দুপুর দুইটার দিকে কৈখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) তপন বাবু অভিযোগ পেয়ে সরোজমিনে যেয়ে দেখেন কওসার আলী ও আনসার আলীর বাড়ির পুকুর ভরাটের কাজ চলছে। তিনি যাওয়ার সাথে সাথে অবৈধভাবে বালি উত্তোলন কারী আনসার ও তার লেবারা দ্রুত পালিয়ে যায়। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তপন বাবু জানান, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজার গিফারী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী স্যারের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন কারী সরঞ্জাম জব্দ করে কয়েকটি পাইপ ভেঙে দেওয়া হয়েছে। বালু উত্তোলন বন্ধ করে দিয়ে, বালি উত্তোলনের মেশিন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যর ফজলুল হকের জিম্মায় রেখেছি। আগামীকালকে মালামালগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন কারী আনসার এবং এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এভাবে জন্য ভূগর্ভস্থ থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে চারিপাশের মানুষের হুমকির মুখে না পড়তে হয় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।