শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরের খুনি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, খুনি লিটন হত্যার উদ্দেশ্যে একাধিক ব্যাক্তিকে চাকু মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তার ভয়ে কেউ কথা বলতে চইনা। খুনির মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যেই তুচ্ছ ঘটনায় নুরনগরের আব্দুল্যাহর ছেলে ফয়সালকে দিন দুপরে ত্রীমোহনি মোড়ে শত শত লোকের সামনে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে উপর্যপরি চাকুর আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয়। এখন সে মৃত্যুর যন্ত্রনায় ছটফট করে করছে খুলনার একটি হাসপাতালের বেডে। এছাড়াও একাধিক মামলাসহ মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিটন। এখনই যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এলাকার কেউ বাড়ি থাকতে পারবে না তার ভয়ে। এখনই তার নাম শুনলে এলাকায় ভয়ে তটস্থ থাকে সাধারণ মানুষ। আমরা যারা মানববন্ধন করছি আমাদেরও নিরাপত্তার সংকট হবে যদি তাকে গ্রেফতার করে শাস্তি না দেওয়া হয়। মানববন্ধনটি বুধবার সকাল দশ টায় উপজেলার নুরনগর যাত্রী ছাউনির সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নুরনগর ইউনিয়ন পরিষদ মোর নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে কাঁচাবাজার এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, নুরনগর ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি জিএম রেজাউল করিম সাহেব, আব্দুল্যাহ, মুনসুর রহমান, সমাজ সেবক হাফিজুর রহমান, খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম শফি, বাবার আলী গাজী সহ এলাকা বাসির স্বতঃস্ফূর্তভাবে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।