শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের মৃত মোশারফ মাস্টার এর স্ত্রী মোছাঃ সালেহা খাতুন (৬০) দীর্ঘদিনের পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষ দখল করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত ৩ এবং আটক ১। শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের মৃত কলিমুদ্দিন গাজীর ছেলে মোঃ আনসার গাজী ও মৃত আলিমুদ্দীন গাজী ছেলে আব্দুল গাফফর গাজীর এর হুকুমে ৮/১০জন পর সম্পদলোভী আইন অমান্যকারী আসামিরা ভোগদখলীয় সম্পত্তি দখল নিতে আক্রমণ করে। এ ঘটনায় সালেহা খাতুন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করে মামলা নাম্বার-৬। আহতদের মধ্যে নাগবাটী গ্রামের মৃত মোশারফ মাস্টারের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোছাঃ ফারজিয়া খাতুন (২৫) মোছাঃ সালেহা খাতুন এর নাতি মোঃ নাজমুল হোসেন(৩০) এবং মোঃ টুটুল হোসেন(২৫)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোছাঃ সালেহা খাতুন এর দীর্ঘ দিনের ভোগ্য সম্পত্তি দখল করে নেওয়ার একদল চিহ্নিত সন্ত্রাসী পায়তারা চালিয়ে যাচ্ছে ৪টা সেপ্টেম্বর সকাল সাতটার দিকে আসামিরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বসতবাড়িতে মধ্যে অনধিকার প্রবেশ করে অশ্লীল গালিগালাজ করতে থাকেন ঐ সময় আমার মেয়ে ফারজিয়া খাতুন প্রতিবাদ করলে আসামিরা বেপরোয়া হয়ে মারতে শুরু করে। আসামিরা হলেন ১.মৃত আলিমুদ্দীন ছেলে আব্দুল গাফফার, মৃত কলিমুউদ্দীন গাজীর ছেলে আনছার গাজী, মৃত আলিমুদ্দীন ছেলে লুৎফর রহমান গাজী,লিপু গাজী, মোঃ আব্দুল হালিম গাজী, এনামুল গাজী, শরিফুল ইসলাম, রনজু গাজী সহ অজ্ঞাত ৪/৫জন। আসেন আক্রমণ করে। ঘটনাস্থল হতে ৮ নং আসামী নাগবাটী গ্রামের গফফার ছেলে রঞ্জু গাজীকে শ্যামনগর থানার এস আই আইনুদ্দিন ও এস আই রবিউল ইসলাম তাকে গ্রেপ্তার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা জেলায় প্রেরণ করা হয়েছে।