জয় মহাপ্রভু সেবকসংঘ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীল রাধাবিনোদ মিশ্র মহোদয়ের মহাপ্রায়নে সাতক্ষীরার জয়প্রভু সেবক সংঘের কর্মকর্তাবৃন্দ ও শিষ্যগণ সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে গীতা পরায়ন, ভাগবত আলোচনা, নাম সংকীর্ত্তন ও বৈষ্ণব সেবার আয়োজন করেছে। জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখা সাতক্ষীরার সভাপতি গোষ্টবিহারী মন্ডল মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাগবত আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপদেষ্টা শ্রী বিল্ব মঙ্গল দেবনাথ। এছাড়া রাতুল কৃষ্ণ, অরুন বর্মণ, প্রভাষক প্রদ্যুৎ কুমার বিশ^াস, জয়মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, জিতেন্দ্র নাথ ঘোষ, নিত্যানন্দ আমীন, সাধারণ সম্পাদক দাস সোনাতন চন্দ্র, যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস, উপদেষ্টা প্রফেসর সুকুমার দাস, কিশোরী মোহন সরকার, বিনয় কৃষ্ণ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহসহ জয়মহাপ্রভু সেবক সংঘের কর্মকর্তাবৃন্দ, সদস্য ও যুব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেহী আত্মার শান্তি কামনা মহাভোগ নিবেদন এবং ২০০জন ভক্ত ও ১০ জন বৈষ্ণব সেবা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট