শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে শ্যামনগরের ৪১টি কমিউনিটি ক্লিনিকের জন্য নির্বাচিত মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ারদের ব্যাচভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু। (১৩ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০টায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ শাকির হোসেন- উপজেলা পঃ পঃ কর্মকর্তা, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ তৌহিদুর রহমান, ডাঃ বিপ্লব কুমার দে, সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ, শেখ রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের শারীরিক অবস্থার কথা চিন্তা করে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে, যাতে গরিব দুঃখী অসহায় মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আজকের এই প্রয়াস শ্যামনগর উপজেলার ৪১ টি কমিউনিটি ক্লিনিকের আওতায় ২৯২ প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার জন্য সঠিকভাবে তৈরি করার জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালা।
পূর্ববর্তী পোস্ট