দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলায় সখিপুর ইউনিয়নে স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি এবং পিসক্লাবের সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে সখিপুর ইউনিয়ন পিস ক্লাবের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে ইউপি সচিব গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। উগ্রপন্থা প্রতিরোধে ও সামাজিক শান্তি সমপ্রীতি বজায় রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও যুব তরুনদের সমাজের প্রতি কি ভুমিকা থাকা দরকার সে বিষয়ে সকলের মতামত গ্রহন করা হয় ও আগামীতে কিভাবে সম্মলিত ভাবে কি কি কাজ করবে তার কর্মপরিকল্পনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন পিস ক্লাবের সভাপতি আহছান উল্লাহ কল্লোল, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, রুপান্তর প্রতিনিধি মো. তহিদুজ্জামান তহিদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য, ঈমাম, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পিস ক্লাবের সদস্য বৃন্দ।