দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে প্রবীণদের মাঝে লাঠি, কমোড ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবারে প্রবীণ জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায়, পিকেএসএফ’ সহযোগীতায় ও বে-সরকারি সংস্থা সাসের আয়োজনে সমৃদ্ধি কেন্দ্রে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ উর্দ্ধ প্রবীণদের মাঝে এসকল উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন সাসের প্রকল্প সমন্বয়কারী খান মো. শাহআলম, উদ্ধর্তন সমন্বয়কারী সাধন কুমার দাস, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ^াস, জগন্নাথ মন্ডল, আবুল হোসেন, হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাসের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. শামীম হোসাইন, প্রবীন জনগোষ্টির কর্মসুচি সংগঠক মো. মাহবুবুর রহমান সহ ৯টি ওয়ার্ডের স্বাস্থ্য কর্মী বৃন্দ। এসময় ২৫ জন বৃদ্ধাদের মাঝে ফোল্ডিং লাঠি, ৫টি কমোড চেয়ার, ২ জনকে হুইল চেয়ার, ২ জনকে মৃত ব্যক্তির সৎকার বাবদ নগদ অর্থ প্রদান ও ২ জনকে বয়স্কভাতা বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট