আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া অপুষ্ট বাচ্চাদের পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইউনিসেফের সহায়তায় এখানে চিকিৎসা নেওয়া ৫ জন বাচ্চাকে নগদ অর্থ সহায়তা তুলে দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। জানাগেছে, এসব বাচ্চাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন পুষ্টিকর খাদ্য খাওয়ানো নিশ্চিত করতে প্রত্যেককে ১হাজার টাকা করে দেওয়া হয়েছিল। যেদিন বাচ্চাদের রিলিজ দেওয়া হয়েছিল সেদিন প্রত্যেককে আবার ১হাজার টাকা করে দেওয়া হয়েছিল। রিলিজের পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য আবারও ১হাজার টাকা করে প্রদানের নিয়ম থাকায় বৃহস্পতিবার এমন ৫ জনকে ১হাজার টাকা করে প্রদান করা হয়েছে। নগদ টাকা প্রদানকালে এসময় সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী মন্ডল, রমা সেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট