আসাদুজ্জামান : ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৪৯ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
আটক সাব্বির হোসেন সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুনার রশিদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ উক্ত চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জবদকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। এ সময় জব্দ করা হয় একটি সুজুকি মোটরসাইকেল। তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণেরবার ট্রেজারী অফিসে জমা রাখা হয়েছে।