নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরে পুলিশ অভিযান চালিয়ে হত্যা, নাশকতা, গাছকাটাসহ দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার অন্যতম চাজশীটভূক্ত পলাতক আসামী মাহামুদুল হাসান মন্টুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গেস্খপ্তারকৃত মাহামুদুল হাসান কালিগঞ্জ উপজেলার বন্দেকাটি গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন, ২০১৩ সালে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের শুভাষসহ তার চার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ও অগ্নিসংযোগ ও ব্যাপক ক্ষতি সাধন করে মাহমুদুল হাসান মন্টু। এ মামলায় সিআইডি তদন্ত করে মন্টুসহ ২৮জনকে অভিযুক্ত করে আদালতে গত বছর অভিযোগপত্র দাখিল করে। এরপর কালিগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা পৌছানোর পর থেকে সে দীর্ঘদিন পালিয়ে থাকে। অবশেষে কালিগঞ্জ থানা থেকে তার গ্রেপ্তারী পরোয়ানার কাগজ সদর থানায় পাঠালে মঙ্গলবার রাতে সদর থানার এসআই পাইক দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন। ওসি আরো জানান, সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ ১৪ টি মামলা রয়েছে।
পূর্ববর্তী পোস্ট