কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন সরকারি বিধি বহির্ভূতভাবে অফিসের কার্যক্রম পরিচালনা, অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুর্নীতিবাজ অফিসারের অপসারণের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান গ্রাম ডাক্তার আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, কৃষক সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম বারী প্রমূখ। এসময় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন কালিগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির করণে সমাবায় সমিতির সাথে সংশ্লিষ্ট সকলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। এই মানববন্ধন কর্মসূচি থেকে অামরা তার অপসারণ দাবি করছি। পরে বিআরডিবি’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে সমবায় সমিতির নেতৃবৃন্দ দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের কাছে স্মারকলিপি প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট