মিসবাহ-উল হক আর ইউনিস খানের বিদায়ী সিরিজকে নিজের করে নিয়েছেন আজহার আলি। দ্বিতীয় টেস্টের মত তৃতীয় টেস্টে এসেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ডমিনিকার উইন্ডসর পার্কে শান মাসুদ আর ইউনিস খানের উইকেট দ্রুত হারালেও বাবর আজম এবং আজহার আলির ব্যাটে বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে পাকিস্তান।
বৃষ্টির কারণে প্রথমদিন পুরো খেলা হয়নি। প্রায় ২১ ওভার কম খেলা হয়েছে। না হয় প্রথম দিনই হয়তো সেঞ্চুরি তুলে নিতে পারতেন আজহার। যে কারণে ৮৫ রানেই প্রথমদিন ক্রিজ ছেড়ে যেতে হয়েছে আজহারকে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন তিনি। এর আগে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান করেছিলেন আজহার।
২৬৬ বল খেলে ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন আজহার। এ রিপোর্ট লেখার সময় তিনি উইকেটে রয়েছেন ১২২ রানে। তার সঙ্গী হিসেবে রয়েছেন মিসবাহ-উল হক ৮ রানে। দলীয় রান ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭।