জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরায় বাল্যবিবাহ পরিস্থিতি, আইন ও নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান। এসম উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা প্রবেশন অফিসার সুমনা শারমিন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফজুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের ওসিসি’র প্রজেক্ট অফিসার আব্দুল হাই সিদ্দিকী, বিবাহ রেজিস্টার মো. রেজাউল করিম, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু, সুব্রত কুমার সানা প্রমুখ। বাল্যবিবাহ প্রতিরোধে সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারিরা তাদের করণীয় বিষয় তুলে ধরেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।