শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে জলবায়ু নিরোধক পানীয় জলের সমাধান এবং স্বাস্থ্যবিধি প্রচার শীর্ষক শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুশীলন’র উপ-পরিচালক মোঃ রফিকুল হক।
ইউকে ভিত্তিক দাতা সংস্থা পেনিএ্যাপিল এর অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, পেনিএ্যাপিল’র প্রতিনিধি এ.জেড.এম সাকিল ফেরদৌস, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসের উপজেলা অর্গানাইজার আনিছুর রহমান মল্লিক, প্রজেক্ট ম্যানেজার তাপস কুমার মিত্র, লিটন বিশ্বাস, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সাদিয়া সুলতানা সহ ওয়াশ প্রকল্পের উপকারীভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।