শ্যমনগর প্রতিনিধি: “বাজার হবে আনন্দের” এ স্লোগানকে সামনে রেখে সহস্রাধিক গুণীজন ও সুধী মহলের উপস্থিতিতে শ্যামনগরে সিটি সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার বাবলা তলায় অবস্থিত নবনির্মিত সিটি সুপার শপের দ্বিতীয় তলায় নওয়াবেকী ডিগ্ৰী কলেজের আইসিটি প্রভাষক মোঃ মঞ্জুর এলাহী’র সঞ্চালনায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি,সদর ইউনিয়ন ( অনুমোদিত পৌরসভার) চেয়ারম্যান ও সিটি সুপার শপের ব্যবস্হাপনা পরিচালক এ্যাডঃ জহুরুল হায়দার বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সরকারি ডিগ্ৰী কলেজের সাবেক সহকারী উপাধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন আহমেদ, নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রভাষক মোশাররফ হোসেন, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, জবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সহস্রাধিক সুধীমহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন সিটি সুপারশপের পরিচালক মোঃ রোকন উদ্দিন বাবু ও শ্যামনগর হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন। মোনাজাত পরিচালনা করেন নলতা শরীরের খাদেম মাওলানা আবু সাঈদ।