মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় টানা দুই দিনের প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলী জমি, মৎস্য ঘের, বসত ভিটা, বাড়ির আঙিনা, বাজার-ঘাট পানি জমে থাকায় দুর্ভোগের পাশাপাশি এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ, রাস্তা-ঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী ভাবে পানি জমে থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। জরুরি ভাবে পানি নিষ্কাশন না করা হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। এ ছাড়া ফসলী জমি টানা বর্ষণে ধান ও সবজি ক্ষেত গুলো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সদর উপজেলার কয়েকটি বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় বল্লী ইউনিয়নের ভাটপাড়া ও আমতলা এলাকায় বেতনা নদীর দু’ধারে ক্ষতিগ্রস্ত বোড়বাঁধ স্বেচ্ছাশ্রমে বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান ইউপি সদস্যদের সাথে নিয়ে তাৎক্ষণিক ভাবে বেড়ীবাঁধ সংস্কারে কাজ করেন। অপরদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা আখড়াখোলা এলাকায় গেলে কৃষক আবুল হোসেন জানান এ এলাকার হাজার হাজার বিঘা ফসলী জমি বর্ষা মৌসুমের শুরু থেকে স্থায়ী জলাবদ্ধতা থাকে প্রায় পৌষ মাস পর্যন্ত। জলাবদ্ধতার কারনে ফসল ফলাতে পারছেনা এ এলাকার কৃষকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ। এদিকে সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের জলাবদ্ধতায় কয়েকটি গ্রাম ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মাছখোলা শাল্যে, দামারপোতা, বেড়াডাঙ্গা, কামারডাঙ্গী, বড়দল, জিয়ালা, লাবসা ইউনিয়নের তালতলা, মাগুরা, গোপীনাথপুর, শহরের কামালনগর, ইটাগাছা, বদ্দীপুর কলোনী এলাকার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনকালে মাছখোলা এলাকার মুজিবুর রহমান বলেন, অপরিকল্পিত ভাবে মৎস্য ঘের ব্যবসায়ীদের কারনে গত কয়েক বছর ধরে এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেনির ছাত্রী তামান্না তাবাসসুম মীম জানান, আজ ১২/১৩ দিন যাবৎ এ এলাকার রাস্তা-ঘাট, বাড়ি-ঘরসহ শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে আছে। ঠিকমত লেখাপড়া করতে পারছিনা, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে আমরা অনেক কষ্টে আছি।
বন্যা দূর্গত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ, মফিজুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।