প্রেস বিজ্ঞপ্তি : আজ ১লা আগস্ট উদযাপিত হলো আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু এর জন্মদিন। বন্ধু-বান্ধব, সহকর্মী পারিবারিক সদস্য ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
এদিন বিকেল ৪ টায় ম্যনগ্রোভ সভাঘরে চিত্রকর পূর্ণ দেব পাল ও তার শিষ্যদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় জন্ম দিনে মূল অনুষ্ঠান। এ সময় শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জানা গেছে, জন্মদিন উপলক্ষে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পৃষ্ঠপোষকতায় সভ্যসাচী আবৃত্তি সংসদের সকল সদস্য, তার বন্ধু মহল ও পারিবারের সদস্যদের নিয়ে এক ছোট্ট মিলনমেলার আয়োজন করা হয়। সভ্যসাচী আবৃত্তি সংসদের সদস্যদের কবিতা পাঠ ও বন্ধু মহলের শুভেচ্ছা বার্তায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন এমন গুনিজনের জন্ম দিন আয়োজন করতে পারায় তিনি এবং তার প্রতিষ্ঠান গর্বিত। তিনি আরও বলেন, এস এম তুহিন, বাবু ভাই ও মনিরুজ্জামান মুন্না ভাই এর সহোযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হতো না। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে এ সময় চিত্রশিল্পীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।