আমিনুর, চাম্পাফুলঃ চাম্পাফুল ইউনিয়ন পুজা উদযাপন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে তিন টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদে উপজেলা পুজা উজ্জাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাম্পাফুল ইউনিয়ন পুজা উজ্জাপন কমিটির সভাপতি সত্তরঞ্জন বিশ্বাস। প্রথমে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিতে পূর্বের কমিটি নতুন সেশনের জন্য মনোনয়ন দেন উপজেলা পুজা উজ্জাপন কমিটির সভাপতি সনদ কুমার গাইন ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ। চাম্পাফুল ইউনিয়ন পুজা উজ্জাপন কমিটির সাধারণ সম্পাদক ঠাকুর দাশ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পুজা উজ্জাপন কমিটির সভাপতি সনদ কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উজ্জাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, মুরারী মোহন সরকার, দিলীপ কুমার সরকার, অসীত বরণ সেন, মধুসূদন ঘোষ, ঠাকুর দাশ কর্মকার, জগন্নাথ পাল, রনজিত মণ্ডল, রাজেন্দ্র নাথ সরকার, মধুসূদন মুখার্জী, সন্যাসী কর্মকার , রামপ্রসাদ বিশ্বাস, সচীন্দ্র নাথ সরকার, বিধান চন্দ্র কুণ্ডু, রতন কুমার দাশ, নারায়ন চন্দ্র সরকার, তপন কুমার গাইন, অসিত কুমার বিশ্বাস, কাত্তিক চন্দ্র মণ্ডল প্রমুখ। দ্বিতীয় সেশনে কালিগঞ্জ পুজা উজ্জাপন কমিটির সভাপতি সনদ কুমার গাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষের পরিচালনায় ৪১ সদস্যের মধ্যে ৪ জনের নাম প্রস্তাব হয় এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি সত্য রঞ্জন বিশ্বাস, সহ সভাপতি চন্দন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক ঠাকুর দাশ সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দিলীপ কুমার সরকার মনোনীত হন।
চাম্পাফুল ইউনিয়ন পুজা উদযাপন কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট