নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক পেটানো আঁগরদাড়ির সেই ইউপি মেম্বর হাবিবুর রহমান ওরফে ছোট খোকন অবশেষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে নিজ খামার বাড়িতে অসামাজিক অবস্থায় এক নারীসহ বেরসিক পুলিশ ইউপি মেম্বর হাবিবুর রহমান ছোট খোকনকে গ্রেফতার করে। একই সময় পুলিশ ওই নারীকেও গ্রেফতার করে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে হাবিুবর রহমান ছোট খোকন আগরদাড়ি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বর। কাশেমপুর দক্ষিণপাড়া ফাঁকা মাঠের মধ্যে মেম্বরের একটি বিলাশ বহুল খামার বাড়ি আছে। সোমবার দুপুরে শহরের রসুলপুর এলাকা থেকে এক নারীকে ডেকে নিয়ে যায় ওই খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে গ্রামবাসী তাদেরকে বিবস্ত্র অবস্থায় ধরে ফেলে। পরে তাদের একটি ঘরে আটকে রেখে সদর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এ এস আই আব্দুল মালেকের নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে মেম্বর হাবিবুর রহমান ওই নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী আরো জানায়, মেম্বর হওয়ার পর এই নিয়ে চার বার ধরা খেল মেম্বর হাবিবুর রহমান ছোট খোকন। ইতোপূর্বে একই খামার বাড়ি থেকে একবার, কাশেমপুরে একবার এবং বাবুলিয়া থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ছোট খোকন।
এদিকে, তার বিরুদ্ধে ইতোপূর্বে ২০০৬ সালে চাঁদাবাজির মামলা হয়। তার মামলা নং-৯৯/০৬, ধারা-৪৪৭/৩৮৫/৩২৩ ও ২০১৭ সালে সাংবাদিক নির্যাতনের মামলা হয়। যার নং- জি আর- ১২৯/১৭, বর্তমানে সে চার্জশিট ভুক্ত আসামি।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ছোট খোকনকে নারীসহ আটকের বিয়ষটি নিশ্চিত করে জানান, অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পূর্ববর্তী পোস্ট