বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ২০২০ সালের সেরা নায়িকা হয়েছেন তিনি। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট ফিমেল পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার লুফে নিয়েছেন জয়া। নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন জয়া আহসান।
অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবির মূল বিষয় ঘৃণা, প্রেম ও প্রতারণা।
অন্যদিকে, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। সেখানে তিনি একজন স্পিচ থেরাপিস্ট। এর মূল চরিত্র অর্জুন একজন কণ্ঠশিল্পী ও রেডিও জকি।
বাংলাদেশে হইচই-এর মুখপাত্র সাকিব জানান, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য পুরস্কার প্রদান করা হয়েছে। এতে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে জয়া পুরস্কার পেয়েছেন। অপরদিকে সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ।
এর আগে মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার জেতেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।