কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ২৬ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম মৌতলা সিড ষ্টোর জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের আরশাদ আলীর ছেলে। থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে আটক করার সময় অপর সঙ্গী পালিয়ে যায়। এ সময় তল্লাশি করে পাঞ্জাবির পকেট থেকে ২৬ পিস ইয়াবা জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং ২৮, তারিখ ২৩/০১/২০২১ । শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট