নিজস্ব প্রতিবেদক : বুধবার ডিআরআরএ পিআইএইচআরএস প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে সাতক্ষীরা, আশাশুনি ও দেবহাটা উপজেলার ১৬ জন সরকারি ডাক্তার-এর অংশগ্রহণে প্রতিবন্ধীতা সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ডাঃ তওহীদুর রহমান সিভিল সার্জন সাতক্ষীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন ও সহকারী পরিচালক দেবেশ দাস। প্রশিক্ষণ এর পাশাপাশি ডিআরআরএ পরিচালিত পিআইএইচআরএস প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর হাসপাতাল আশাশুনি ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে রেফারাল, রিপোর্টিং ও সরকারের মূলধারার স্বাস্থ্য সেবায় প্রতিবন্ধীদের সম্পৃক্ততা শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করা হয়। তাছাড়া প্রতিবন্ধীতা সংক্রান্ত ডিআরআরএ ও সিবিএম প্রনীত প্রতিবন্ধীতা ধরণ পরিচিতি ফিলিপচার্ট বিতরণ ও আলোচনা করা হয়। প্রশিক্ষণ সেশন শেষে ডিআরআরএ পরিচালিত পিআইএইচআরএস প্রকল্পটি সকলের সহযোগিতায় আরোও ভালভাবে গুণগত সেবা দেওয়া যায় সে বিষয়ে সকল অংশগ্রহণকারীদের নিকট থেকে মতামত গ্রহণকরা হয়।
পূর্ববর্তী পোস্ট