দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টুকে সভাপতি পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার ১৫ ফেব্রুয়ারী আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: রুহুল কুদ্দুস স্বাক্ষরিত একপত্রে তাদের বহিস্কার করা হয়েছে। উক্ত পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পস্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাদের/ আপনাকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। প্রেস বিজ্ঞপ্তি
শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি ছট্টুকে অব্যাহতি
পূর্ববর্তী পোস্ট