ফয়জুল হক বাবু: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ক্যালেন্ডার বিতরণ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে তালা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যেগে সাতক্ষীরা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (পিটিআই) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যালেন্ডার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, পিটিআই সুপার রাউফার রহিম,সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ কুমার বর্মন, তালা উপজেলা সভাপতি আবুল কাসেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, দলবদ্ধ ভাবে কাজ করলে যে কোন কঠিন কাজই সহজে সম্পন্ন করা যায়। তাই সকলে এক হয়ে মতবিরোধ না করে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আপনাদেরকেই প্রধান ভূমিকা রাখতে হবে।
এসময় শিক্ষক নেতারা বলেন, সকল মতবিরোধ ভুলে সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের কল্যানে কাজ করতে হবে তবে মনে রাখতে হবে দিন শেষে আমরা সকলেই শিক্ষক। তাই আমাদের প্রথম ও প্রধান কাজ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ##