১৮২ রানের ছোটো লক্ষ। বেশ আরামেই খেলেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ৯৫ রানের মাথায় ফিরে যান তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০.৪ ওভারে ১ উইকেটে ১৩০ রান। সৌম্য সরকার অপরাজিত আছেন ৬১ রানে
এর আগে মাশরাফি বাহিনীর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২১ বল হাতে রেখে ১৮১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জিততে বাংলাদেশের প্রয়োজন ১৮২ রান।
দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে জিতে সোজা বল হাতে ২২ গজে হাজির বাংলাদেশ দল। সিদ্ধান্তটা গিলতে হয়নি মাশরাফিকে। দারুণ সূচনা আর পুরো ম্যাচে নজরকাড়া ফিল্ডিংয়ে বুঝিয়ে দিলেন ‘আমরা সব কন্ডিশনেই ফিট।’
বল হাতে আগের ম্যাচে নায়ক মোস্তাফিজুর রহমান আজও দেখালেন ঝলক। আইরিশদের রানের খাতা খোলার আগেই নিজের নামের পাশে যোগ করে এক উইকেট। কোনো কিছু বুঝে উঠার আগে বিদায় নেন পল স্টারলিং।
স্কোরবোর্ডে ৬১ রান জমা করতে আয়ারল্যান্ডকে বিসর্জন দিতে হয় প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। উইলিয়াম পোর্টারফিল্ড ২২, অ্যান্ড্রি বালবির্নি ১২ রান করে সাজঘরের পথ ধরেন।
চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা চালান এড জয়েস এবং নেইল ও’ব্রায়েন। দু’জন দাঁতে দাঁত লাগিয়ে দলকে উপহার দেন ৫৫ রানের ইনিংস। জুটি ভাঙেন মোস্তাফিজ, ফেরান নেইলকে। বাকি ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে জর্জ ডকরেলের ২৫ রান আইরিশদের সংগ্রহে অবদান রাখে।
মোস্তাফিজ ছাড়াও এদিন ২টি করে উইকেট শিকার করেছেন সানজামুল ইসলাম আর মাশরাফি। খালি হাতে ফেরেননি সাকিব এবং মোসাদ্দেকও।