নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার (১৬ মার্চ) আয়োজন করা হয় শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে এসব প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। বর্ণিল ও উচ্ছ্বাসভরা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন প্রমুখ।
ছন্দময় আবৃত্তি আর শিশুর কোমল হাতের রঙ তুলির আঁচড়ে ফুটে ওঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা ও আদর্শ। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় একেকটি শিশু হয়ে ওঠে একেকটি মুজিব। সঙ্গীতের সুরে সুরে ছড়িয়ে যায় মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। নৃত্যের তালে শিশুদের নূপুরের ছন্দে আবহমান বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে শিল্পকলার মঞ্চে। মুজিব শতবর্ষে ১৭ মার্চ জাতীয় শিশুদিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের ওই বর্ণিল আয়োজনে সাক্ষী হয় শতশত দর্শক। সমগ্র অনুষ্ঠান পরিচালন করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।
বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে জাতীয় শিশুদিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আ’লীগের নানা কর্মসূচি
পূর্ববর্তী পোস্ট