প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৫ দফার দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল আমিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২২ মার্চ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। ৫ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারক লিপিতে দাবি জানিয়েছেন (১) ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারী সংখ্যা বৃদ্ধি করতে হবে। (২) পদের নাম পরিবর্তন করে অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে ও পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। (৩) শিক্ষা মন্ত্রনালয়ের প্রণীত চাকুরী বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি, গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। (৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক, অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতির ব্যবস্থা করতে গ্রহণ হবে। (৫) সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।
৫ দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা (এনডিসি) আজহার আলীর কাছে ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলি, জামির আলিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারক লিপি
পূর্ববর্তী পোস্ট