সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার কাটিয়াস্থ জেলা কৃষকলীগের কার্যালয়ে সকাল ১০টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে মাল্যে দান করা হয়। সকাল ১১টায় জেলা কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধুর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি, সংগঠনের সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মো: মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যড. আল মাহমুদ পলাশ, দপ্তর সম্পাদক মো: আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক প্রভাষক মো: আবু রাইহান, পৌর কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো: বাবলুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মো: রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেণ, কৃষকদের ভাগ্য উন্নয়নের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সাল্যে ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। পরে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট