ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কৃতি সন্তান এস এম ওসমান গণি বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।
এছাড়াও বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা ছাত্র-কল্যাণ সমিতির সভাপতি।
গণি একজন বিতার্কিক এবং ঢাবি’র একুশে ডিবেটিং ক্লাব এর সহ-সভাপতি।
ওসমান গণির গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পাশে। তিনি ২০০৮ সালে সাতক্ষীরার পল্লী সঙ্গল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্স এর ছাত্র।
ওসমান গণি সাতক্ষীরাবাসীর নিকট দোয়া প্রার্থী।