নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দুটি উপজেলায় ক্ষুরা রোগের প্রাদুর্ভাবে খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা সেবা কার্যক্রম চালু করেছে তিনটি বেসরকারি প্রতিষ্ঠান। ইউএসএ আইডির অর্থায়নে এসিডিআই/ভোকা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইমপ্রুভ্ড নিউট্রিশন এক্টিভিটি, প্রাণ ডেইরি লিমিটেড ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে সাতক্ষীরা সদর ও তালার খামারীদের ক্ষুরা রোগের প্রাদুর্ভাবে খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা সেবা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দুই উপজেলা ৫০০ গরু নিয়ে কাজ শুরু করবে। ইতোমধ্যে এ বীমা কার্যক্রম খামারীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন।
এই বীমায় চুক্তিবন্ধ হলে প্রাণী চুরি বা হারিয়ে গেলে পঙ্গু হলে, অসুস্থ্যতা ও রোগের কারনে মারা গেলে বাজার মূল্য পর্যন্ত ক্ষতিপূরণের নিশ্চায়তা প্রদান করবে। এছাড়া ক্ষুরা রোগের কারনে সাতক্ষীরা অনেক গরুর মৃত্যু হওয়ায় এবং নতুন প্রকল্প হওয়ার কারণে ৮০ শতাংশ ভর্তূকি দেওয়া হবে। ৬ মাস বয়সের বাছুর থেকে শুরু এবং ৮ বছর বয়স পর্যন্ত প্রাণি এ বীমার আওতাভুক্ত থাকবে।
সাতক্ষীরায় খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা চালু
পূর্ববর্তী পোস্ট