নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবুর উদ্যোগে ১২০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে মুরগি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বাইপাস সড়কস্থ মৎস্য সেডে স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু, মনিরুজ্জামান তুহিন, সালাম খান, মাও. আব্দুল হান্নান, শেখ নাজমুল হক মিঠু, শেখ জহুরুল ইসলাম, ফরহাদ, জাহাঙ্গীর, কাশেম, এহসানসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাবু বলেন, করোনার প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর সহযোগীতায় আমি হাজারো মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবার করোনার দ্বিতীয় ধাপে আবারও মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভাল লাগছে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে মাংসের চাহিদা মেটাতে মুরগি প্রদান করা হয়েছে।
১২০ পরিবারের মুরগি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু
পূর্ববর্তী পোস্ট