মইনুল ইসলাম : আসন্ন পবিত্র রমজানে বাজারের দ্রব্য মূল্য সহনীয় রাখতে আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং করা হয়েছে।
মঙ্গলাবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ বাজার মনিটারিং করেন।
এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ধারায় বুধহাটা বাজারের মের্সাস মল্লিক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারের বিভিন্ন মুদি দোকানে এ অভিযান চালানো হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন স্কুল কলেজের শিক্ষার্থীদের জানানোর জন্য বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দাউদ হোসেনর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সময় সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা ও লিফলেট বিতরণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। এসময় প্রয়োজনীয় সঙ্গীয় পুলিশ ফোর্স তার সাথে ছিলেন।