আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের আয়ারল্যান্ড অভিযান। আগেই ব্ল্যাকক্যাপদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ায় এটি দুদলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচটি জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সিরিজ জিততে পারবে না বাংলাদেশ।
তারপরও এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে। বাংলাদেশ রেটিং পয়েন্টের দিক দিয়ে ছুঁয়ে ফেলতে পারবে শ্রীলঙ্কাকে।
শেষ ম্যাচে এক মোসাদ্দেক ছাড়া জ্বলে উঠতে পারেননি কোন ব্যাটসম্যান। তবে কিউইদের বিপক্ষে ওই হার ছাড়া ইউরোপ সফরটা এখন পর্যন্ত বেশ ভালোই কেটেছে মাশরাফির দলের।
টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর রসদটাও পেয়েছে ঠিক আগের ম্যাচ থেকে। আয়ারল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত আটটি জয় পেয়েছে বাংলাদেশ। এই আটটি জয়ই এসেছে বাংলাদেশের মাটিতে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেনি টাইগাররা। তাই এই সিরিজে কিউইদের হারাতে পারলে সেটি বাংলাদেশের জন্য ভালো একটি অর্জন হবে।