নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে আটজন উপসর্গ ও একজন করোনায় আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার (২২ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করে।
তারা জানান, একই সময়ে জেলায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার দুইজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছয়জন ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনকে খুলনায় পাঠানোর পর সেখানে মৃত্যু হয়েছে।