দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে জুয়া সরঞ্জামসহ ১২জন জুয়াড়ী ও গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। জুয়া মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এসআই আশিক রায়হান। মামলা নং- ০৭। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার
নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৪/০৭/২০২১ তারিখ এসআই(নিঃ)/আশিক রায়হান ও এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস কুলিয়া এলাকা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদীসহ মামলার আসামী ১। মোঃ জিয়ারুল ইসলাম (৩৫) পিং-মোঃ আমজাদ হোসেন ২। ইখতার আলী (২৮) পিং-আকবার আলী ৩। আবুুুু লাহাব (৩৩) পিং- মৃত নুর আলী মুন্সী ৪। শাহিনুর ইসলাম(৩৪) পিং- আয়ুব আলী ৫। সবুজ সরদার (৩৬) পিং- মৃত রহিম সরদার ৬। মোক্তার আলী (৩২) পিং- আকবার আলী ৭। আব্দুর রশিদ(৫০) পিং- মৃত আব্দার গাজী ৮। কাইয়ুম জামান (৪৫) পিং- মৃত আরসাদ আলী ৯। রফিকুল ইসলাম (৫০) পিং- মৃত আবু মুছা ১০। মোনাজাত হোসেন (৫০) পিং- মৃত ইমান আলী ১১। সাইফুল ইসলাম (৩০) পিং- মৃত হারুন-উর রশিদ ১২। সাইফুল ইসলাম (৩৮) পিং- মৃত গোলাম আলী, সর্ব সাং- উত্তর কুলিয়া সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন। এছাড়া এসআই(নিঃ)/ নয়ন চৌধুরী জগন্নাথপুর এলাকা থেকে শেখ মঈনুদ্দীন, পিতা- মৃত শেখ নূর আলী, সাং- জগন্নাথপুর, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেন। একই দিনে টাউনশ্রীপুর বিজিবি ৯ বোতল ফেন্সিডিলসহ ২ আসামীকে গ্রেফতার করে দেবহাটা থানায় মামলা দায়ের করে।