কালিগঞ্জ প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে কালিগঞ্জের বিষ্ণুপুর করোনা এক্সপার্ট টিমের প্রশিক্ষণ ও পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সার্বিক ব্যবস্থপনায় শুক্রবার বিকেলে মুকুন্দমধুসুধনপু (এমএমপুর) চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিনিয়র সদস্য ও মাস্টার ট্রেইনার হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনা এক্সপার্ট টিমের এডমিন-২ সেলিম শাহরিয়ার ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের সিনিয়র সদস্য ও মিডিয়া সমন্বয়ক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার ফরিদুল কবির প্রমুখ। প্রশিক্ষণে নবাগত সহ ২০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। পরে স্কুলের মাঠে অস্থায়ী বাজারে ক্রেতা ও ব্যবসায়িদের মাঝে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় মাস্কবিহীন ব্যবসায়ি ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এক্সপার্ট টিমের স্বেচ্চাসেকবৃন্দ।