সাতক্ষীরা করোনা রোগীদের জীবন বাঁচাতে সর্বদা নিয়োজিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কর্তৃক daily satkhira জুলা ২৭, ২০২১ জুলা ২৭, ২০২১ 0 মন্তব্য 844 ভিউ প্রেস বিজ্ঞপ্তি: করোনা রোগীদের জীবন বাঁচাতে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধায়একজন করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদস্যরা । সাতক্ষীরা পৌরসভার পলাশপোল বৌবাজার এলাকার বাসিন্দা লতিফা আনান সাতক্ষীরা জেলা ছাত্রলীগের জরুরি অক্সিজেনসেবা নেয়ার জন্য ফোন করেন। ফোন পাওয়ার সাথেসাথে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কর্মী তৌহিদ হাসান,হাসিবুল হাসান সৌর্হাত, শাহরিয়ার গালিব, অতিবৃষ্টির মধ্যেও অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছেযান করোনা রুগী লতিফা আনানের বাসায়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন বলেন করোনাকালীন সময়ে সর্বদা মানুষের পাশে থাকবে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ । বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা পেতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের হট লাইন নাম্বার।-01756581899 01765550559 0 মন্তব্য 0 FacebookTwitterGoogle +Pinterest পূর্ববর্তী পোস্ট সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান কর্তৃক ছাত্রলীগ নেতাকে মারপিট পরের পোস্ট অসুস্থ মাজেদার চিকিৎসার দ্বায়িত্ব নিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক সম্পর্কিত পোস্ট সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার... জানু ১৯, ২০২৫ সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা জানু ১৯, ২০২৫ সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য... জানু ১৯, ২০২৫ মতামত দিন উত্তর বাতিল করুন পরের বার আমি মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন।