বিদেশের খবর : চতুর্দিক দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও নাগরিকেরা নিরাপদে রয়েছেন বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
কাতারের দোহায় তালেবানের কার্যালয়ে থাকা এক নেতা রয়টার্সকে বলেন, রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে যোদ্ধাদের সংঘাত এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ পালিয়ে যেতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া হবে এবং নারীদের সুরক্ষিত এলাকায় স্থানান্তর করা হবে।
তালেবান নেতা রয়টার্সকে বলেন, ‘আমরা একজন বেসামরিক আফগানকেও হত্যা বা আহত করতে চাই না। তবে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করিনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিচ্ছিন্ন কিছু গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, কাবুলে কোনো হামলা হয়নি। শহরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে মিলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’