মেহেদি মারুফ শ্যামনগর :
শ্যামনগরে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।আজ ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ১৯৭৫ সালে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোশারফ হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আকবর কবীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন শ্যামনগর উপজেলা প্রশাসন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, শ্যামনগর থানা, শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস, জাতীয় মহিলা সংস্থা, ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
পরে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। পরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
পরে শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদে ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।দোয়া অনুষ্ঠানে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন। শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস এর পক্ষ থেক
হাজী আয়েজুদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের মাঝে দুপুরবেলা উন্নত মানের খাবার বিতরণ করেন।